কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পৃথক ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। রবিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৩টা ও ভোর ৪টার দিকে এই ঘটনা দু’টি ঘটে।
নিহত ছানা উল্যাহ (২৭) ২নং ক্যাম্পের বাসিন্দা ও অপর নিহত আহম্মদ হোসেন (৩৬) ৭নং ক্যাম্পের বাসিন্দা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোর ৪ টায় ২নং ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে মাহমুদুল হকের বসত ঘরে সামনে এসে গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে ছানা উল্যাহ গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই মারা যায় ছানা উল্যাহ। এই ঘটনার এক ঘন্টা আগে ৭ নং ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর হামলা ও গুলিতে আহম্মদ হোসেন নামে আরও একজন নিহত হন।
তিনি জানান, আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে ১৫ থেকে ১৬ জন সন্ত্রাসী রাতে একটি চায়ের দোকানের সামনে গুলি করলে ঘটনাস্থলে নিহত হয় আহম্মদ হোসেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব