নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জে মঙ্গলবার দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলার শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামপদ চন্দ্র দাস ও চিন্তা দাস।
আহতরা হলেন- আব্দুল বাতেন, কৃষ্ণা চন্দ্র দাস, জয় মঙ্গল ও অজ্ঞাত আরও একজন। তাদের সবার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়।
স্থানীয়রা জানান, হতাহতেরা সবাই মাছ ব্যবসায়ী। মঙ্গলবার ভোরে তারা মেঘনা থেকে পিকআপভ্যানে করে যাত্রাবাড়ি আড়তে মাছ কিনতে আসছিলেন। পথে চট্টগ্রাম রোডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাদের পিকআপ সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে রামপদচন্দ্রের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিন্তা দাসের মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চট্টগ্রাম রোডে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন