রাঙ্গামাটিতে গাছবোঝাই ট্রাক থামিয়ে চালককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টায় রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের ধেপ্পোছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত ট্রাকচালকের নাম শহিদুল ইসলাম।
জানা যায়, ধেপ্পোছড়ি এলাকায় পাহাড়ে উঠার সময় দুর্বৃত্তরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়ির চালক বাঁ পায়ে গুলিবিদ্ধ হন এবং গাড়ির দুইটি চাকা ফেটে যায়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ আহত চালককে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে দুর্বৃত্তরা চলন্ত ট্রাকে গুলিবর্ষণ করে। এতে ট্রাকচালক শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন।
তিনি আরও বলেন, দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হবে। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনালের সামনে গাড়িচালক ও শ্রমিকরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
এসময় সশস্ত্র দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
—-ইউএনবি

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান