Sunday, October 29th, 2023, 7:21 pm

ডেমরায় বাসে আগুন, ঘুমন্ত চালকের সহকারী নিহত

রাজধানীর ডেমরা এলাকায় রবিবার (২৯ অক্টোবর) অসিম পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ায় চালকের সহকারী নিহত হয়েছেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. নাঈম (২২) বরিশালের কোতোয়ালি উপজেলার আলম চকিদারের ছেলে। তিনি ডেমরার হাজীনগর এলাকায় থাকতেন।

রবিউল (২৫) নামের বাসটির চালক দগ্ধ হয়ে বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই সাইদুর বলেন, দুর্ঘটনার সময় বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল এবং চালক ও সহকারী উভয়েই ভেতরে ঘুমিয়ে ছিলেন।

তিনি আরও বলেন, দুর্বৃত্তদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।

—-ইউএনবি