October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 6th, 2023, 8:26 pm

সুদানে গোলার আঘাতে নিহত ২০

অনলাইন ডেস্ক :

সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠের একটি বাজারে কামানের গোলার আঘাতে ২০ জনেরও বেশি নিহত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দেশটির গণতন্ত্রপন্থী আইনজীবিদের নিয়ে গঠিত কমিটির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব তার সাবেক ডেপুটি মোহাম্মাদ হামদান দাগলোর মধ্যে লড়াই শুরু হওয়ার পর এটি ছিলো সর্বশেষ রক্তক্ষয়ী সংঘর্ষ।

গণতন্ত্রপন্থী আইনজীবী কমিটির এক বিবৃতিতে বলা হয়, গত রোববার দুই পক্ষের মধ্যে প্রচ- গুলি বিনিময়ের সময় ওমদুরমানের বাজারে এসব গোলা আঘাত হানে। গাজায় পরমাণু বোমা ফেলার পরামর্শ, বরখাস্ত ইসরাইলি মন্ত্রীগাজায় পরমাণু বোমা ফেলার পরামর্শ, বরখাস্ত ইসরাইলি মন্ত্রী বার্তা সংস্থা এএফপি’কে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, সেখানে কামানের গোলার আঘাতে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং আরও অনেকে আহত হয়। ওমদুরমানে বারবার দুই পক্ষের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এর আগে শনিবার হাসপাতাল সূত্র জানায়, খার্তুমের বিভিন্ন বাড়িতে শেলের আঘাতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়।