অনলাইন ডেস্ক :
শিরোপা ধরে রাখার অভিযানে ভারতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে ইংল্যান্ড। শেষ দুই ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে তারা। এমন ব্যর্থতার পর ওয়ানডে দলে আমূল পরিবর্তন এনেছে ইংলিশরা। ইসিবি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। অধিনায়ক জস বাটলারসহ জায়গা ধরে রেখেছেন ¯্রফে ছয় ক্রিকেটার। ক্যারিবিয়ান সফরে সুযোগ পাওয়া বিশ্বকাপ দলের বাকি পাঁচজন হলেন হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স। এদের মধ্যে লিভিংস্টোন ছাড়া বাকিরা বিশ্বকাপে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাননি।
বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা মইন আলিকে ওয়ানডে দলের বাইরে রাখা হয়েছে। তবে টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন অফ স্পিনিং অলরাউন্ডার। বিশ্বকাপ দলে থাকা রিস টপলি, ক্রিস ওকস, আদিল রাশিদরাও আছেন টি-টোয়েন্টি সিরিজের দলে। অবসর প্রত্যাহার করে বিশ্বকাপ খেলা বেন স্টোকস এখন ভুগছেন একরকম অনিশ্চয়তায়। হাঁটুর অস্ত্রোপচারের পর ওয়ানডে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আপাতত টেস্ট দল নিয়ে ভাবছেন তারকা অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অলি পোপ, জশ টং ও জন টার্নার। টেস্ট দলের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলিকেও নেওয়া হয়েছে ওয়ানডেতে।
গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ অভিষেকের পরও দলে জায়গা হয়নি স্যাম হেইনের। টি-টোয়েন্টিতেও রাখা হয়েছে দুই পেসার টং ও টার্নারকে। দুই স্কোয়াডেই থাকা অন্যরা হলেন বাটলার, লিভিংস্টোন, কারান, অ্যাটকিনসন, ব্রুক ও রেহান আহমেদ। গত বছরের জুলাইয়ে সবশেষ খেলা টাইমাল মিলসকে ফেরানো হয়েছে দলে। অ্যান্টিগায় ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর। একই মাঠে ৬ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ খেলে বার্বডোস যাবে দুই দল। সেখানে ৯ তারিখ হবে তৃতীয় ওয়ানডে। পরে বার্বাডোসেই ১২ ডিসেম্বর হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। গ্রেনাডায় পরের দুই ম্যাচ ১৪ ও ১৬ তারিখ। ত্রিনিদাদে শেষ দুই ম্যাচ মাঠে গড়াবে ১৯ ও ২১ ডিসেম্বর।
ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টং, জন টার্নার।
টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রাশিদ, ফিল সল্ট, জশ টং, রিস টপলি, জন টার্নার, ক্রিস ওকস।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম