রাজধানীর মিরপুরে মঙ্গলবার বিআরটিসির একটি দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০-এর মোড়ে যানজটে আটকা পড়া বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. হাফিজুর রহমান (৩৫), শহিদুল ইসলাম (২০) ও মো. শামীম (৪৫)।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসে আগুন দিয়ে পালানোর চেষ্টা করার সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দু’জনকে আটক করা হয়।
বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ফারুক।
বিএনপিসহ সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধকে সামনে রেখে রাজধানীর মিরপুরে ৪টি বাসে আগুন দেওয়া হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের বাড়ি ক্রোকের আদেশ
বৃষ্টি ঝরতে পারে টানা কয়েক দিন
চালের বাজারে কঠোর নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা