January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 19th, 2023, 7:27 pm

১৫ ঘণ্টায় ১১টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ১১টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে।

এ সময় দুর্বৃত্তরা মোট ১১টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে পাঁচটিতে ঢাকা শহরের অভ্যন্তরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রাজশাহী বিভাগে তিনটি, চট্টগ্রাম বিভাগে দু’টি এবং ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে ছয়টি বাস, একটি কাভার্ডভ্যান, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান ও একটি ট্রেনের তিনটি বগি রয়েছে।

ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে ছয়টি বাস, একটি কাভার্ডভ্যান, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান ও একটি ট্রেনের তিনটি বগি রয়েছে।

এ সময় সারাদেশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের ১০৭ জন সদস্য কাজ করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে।

—-ইউএনবি