ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল লাতু এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে যায় এবং কাভার্ডভ্যানে থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টুনভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল। এটি ডায়মন্ড কার্গো সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানের পরিবহন।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস ধারণা করছে- আগামী ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের লোকজন এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটাতে পারে।
—ইউএনবি
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৪ ঘণ্টায় মিললো সাড়ে ৮ কোটি টাকা
জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা
জ্ঞান ফিরেছে নুরের, করা হয়েছে সিটি স্ক্যান