January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 20th, 2023, 8:24 pm

দুই তরুণের ব্যান্ডদল ‘কলরেডি’

অনলাইন ডেস্ক :

‘কলরেডি’ শব্দটি শুনলেই পুরোনো ঢাকার সেই বিখ্যাত সাউন্ড কোম্পানির কথাই মনে পড়ে। দেশের ঐতিহ্যবাহী সেই নামটি নিয়েই এই প্রজন্মের রকস্টাররা মিলে তৈরি করেছেন ব্যান্ডদল কলরেডি। না দেশে নয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নে তৈরি হয়েছে এই ব্যান্ড। রাস্টি রাহিল ও সাইফ মিলে এই ব্যান্ডটির প্রতিষ্ঠা করেছেন। মূলত রক ও অলটারনেটিভ রককে প্রাধান্য দিয়েই তারা গান বেঁধে থাকেন। ব্যান্ডদলের নামটির মতোই নস্টালজিক থিমকেই প্রাধান্য দেন কম্পোজিশন ও লিরিকে। অনেকটা সহজ করে বললে নাইন্টিজ রকটাকেই শ্রোতাদের ভেতরে তুলে ধরতে চান তারা। ‘কলরেডি’র সর্বশেষ গান মোহিনী লিখেছেন নাইন্টিজ রক আমলের প্রখ্যাত গীতিকবি নিয়াজ আহমেদ অংশু ও রাস্টি রাহিল যৌথভাবে। তাদের ভোকাল রাস্টির ভিন্নধর্মী কণ্ঠই মূলত আকর্ষণ করে শ্রোতা দর্শকদের।

এরই ভেতরে ব্যান্ডদলটি অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে শুরু করে বেশ ক’টি দেশে পারফর্ম করেছে। রাস্টি রাহিল বলেন,‘আমরা এখানে সবাই ভিন্ন ভিন্ন পেশায় সম্পৃক্ত। এর ভেতর দিয়েই আমরা মিউজিককে প্রচ- ভালবাসি বলেই প্র্যাকটিস থেকে শুরু করে গান বাঁধার পরিকল্পনাগুলো করে নিই। আমরা চাই বাংলা রককে নিজের মতো করে ধারণ করে শ্রোতাদের সাথে নিজেদের সুরগুলো শেয়ার করতে। আমাদের নতুন গানটির কম্পোজিশন নিয়েও অনেকে খুব প্রশংসা করেছে। এই ছোট ছোট উৎসাহগুলো নিয়েই এগিয়ে যেতে চাই আগামী দিনগুলোতে।’