January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 1st, 2023, 8:02 pm

আসছে ইমরান-ঝিলিকের নতুন গান

অনলাইন ডেস্ক :

২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘সেরাকণ্ঠ’ বিজয়ী হয়েছিলেন ঝিলিক। একই বছর রানার আপ হয়েছিলেন ইমরান মাহমুদুল। তবে গত ১৫ বছরে দুজনের গান হয়েছে মাত্র কয়েকটি। তা-ও আবার বেশির ভাগ প্রকাশিত হয়নি। ছয় বছর আগে ইমরান ও ঝিলিকের গাওয়া ‘বেসামাল’ গানটি প্রকাশিত হয় ইউটিউবে। এরপর আবার বিরতি। গত মাসে প্রথমবার প্লেব্যাক করেন দুজন। শওকত আলী ইমনের সুর-সংগীতে মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে ব্যবহৃত হবে গানটি। এরই মধ্যে নতুন খবর দিলেন ঝিলিক।

জানালেন, ইমরানের সঙ্গে নতুন গান ‘জেনে যাও তুমি’ প্রকাশিত হবে ৫ ডিসেম্বর। গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওর মডেল হিসেবে থাকছেন ইমরান-ঝিলিক। ঝিলিক বলেন, ‘গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। রোমান্টিক একটি গান। এখন পর্যন্ত যাঁরা শুনেছেন, সবাই পছন্দ করেছেন। সামনে ইমরানের সঙ্গে আমার আরো কয়েকটি গান আসবে। মাঝখানে যে বিরতি ছিল, সেটি আর থাকবে না। আশা করছি আমাদের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’