অনলাইন ডেস্ক :
বছরের শেষ মাসের প্রথম দিন অর্থাৎ ১ ডিসেম্বর ব্যান্ডপ্রেমীদের কাছে বিশেষ দিন। প্রতিবছর এদিন উদ্যাপিত হয় ‘ব্যান্ড মিউজিক ডে’। আর তার পরদিনই বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) ও একটি বেসরাকারি টেলিভিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’। এক মঞ্চে পারফর্ম করে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। কিন্তু চলতি বছর আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে স্থগিত করা হয়েছে এই কনসার্ট। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
তারা জানিয়েছে, দেশব্যাপী নির্বাচনী কার্যকলাপের জন্য বহুল প্রতীক্ষিত ব্যান্ড মিউজিক ফেস্ট এই ডিসেম্বরে হচ্ছে না। নির্বাচনের পরে একটা সময় নির্ধারণ করে সবাইকে জানানো হবে। বামবার ভাইস প্রেসিডেন্ট শেখ মনিরুল আলম টিপু বলেন, এখন নির্বাচনের সময়। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি চলছে। তাই আমরা এবার ফেস্ট স্থগিত রাখছি। আশা করি, নির্বাচনের পর এটির আয়োজন করতে পারব।

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো