২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে আগস্টে শিক্ষামন্ত্রী দীপু মনি ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে কোভিড-১৯ মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাডেমিক ক্যালেন্ডার পুনর্বিন্যাস করতে হয়েছিল। তবে আগামী বছর থেকে যা স্বাভাবিক হবে।
—-ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
ইরানজুড়ে সহিংস বিক্ষোভ, হাসপাতালে আহতের ঢল