শাবানের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা এ বছর ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন করবেন।
রবিবার (১১ ফেব্রুয়ারি) চাঁদ দেখা যাওয়ায় সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আউয়াল হাওলাদার সভায় সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ ঘোষণা দেওয়া হয়।
আরবি শাবান মাসের ১৫তম দিবাগত রাতে শবে বরাত পালিত হয়।
এ সময় মুসলমানরা বিশেষ প্রার্থনা করেন, পবিত্র কুরআন তেলাওয়াত করেন এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
—-ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন