Thursday, February 15th, 2024, 7:55 pm

বাগানবাড়ি বস্তিতে আগুনে পুড়েছে ৫০ ঘর

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশতাধিক ঝুপড়ি ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বস্তিতে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে ৫০টি টিনশেড ঘর ও মালামাল পুড়ে গেছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

—–ইউএনবি