সিলেট–তামাবিল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্র জানায়, পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন শিশু নিহত হয়েছে এবং ১০ জন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম করছে তামাবিল হাইওয়ে পুলিশ।
—-ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার