অনলাইন ডেস্ক :
শিক্ষাজীবনে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন সাকিব আল হাসান। ক্রিকেটটা খেলে যাচ্ছেন দাপটে, সঙ্গে মন দিয়েছেন রাজনীতিতেও। মাগুরা-১ আসনের নির্বাচিত জনপ্রতিনিধি তিনি। ক্রিকেট ও ব্যক্তিজীবনে সাকিব আল হাসান যেন একজন পাক্কা অলরাউন্ডার। কিন্তু হঠাৎ স্কুলের পোশাক পরা সাকিবকে দেখে অবাক হওয়ার উপক্রম। হাতে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস পরা সাকিবের নেমপ্লেটে লেখা ফয়সাল। সেটা অবশ্য তারই ডাকনাম। এমনই একটি ১০ সেকেন্ডের ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সাকিব।
বিজ্ঞাপনী বাজারে তার চাহিদা তুঙ্গে। প্রায়ই কোনো পণ্য বা ব্র্যান্ডের সঙ্গে নিজের যুক্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি। তেমনই কোনো পণ্যের বিজ্ঞাপনে এ রূপে আসতে যাচ্ছেন সাকিব। প্রকাশ করা ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আবার শিক্ষা জীবনে ফিরতে বাধ্য হলাম!! কেন হলাম তা জানতে চোখ রাখুন….’ এখন সাকিব ভক্তদের অপেক্ষা করার পালা।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল