অনলাইন ডেস্ক :
কারামুক্ত হয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ । পাঁচ বছর পর মুক্ত জীবনে ফেরা অ্যাসাঞ্জকে তখন আদালতের বাইরে দাঁড়ানো মানুষগুলো অভিনন্দন জানাচ্ছিলেন।
বুধবার মার্কিন ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দান মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে নিজের দোষ স্বীকার করেন তিনি। এর মধ্য দিয়ে চূড়ান্তভাবে মুক্তি পেলন অ্যাসাঞ্জ।
তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অনুমতি না দেওয়া পর্যন্ত জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে নিষেধ করেছে। বিচার বিভাগ গত মঙ্গলবার বলেছে, অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জকে মার্কিন ভূখন্ড থেকে মুক্তি দেয়ায় তিনি ক্যানবেরার উদ্দেশে বিমানে ওঠার পর মঙ্গলবার বিচার বিভাগ এ কথা জানায়।
‘মুক্তির আবেদনের চুক্তি অনুসারে, অ্যাসাঞ্জকে অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে নিষেধ করা হয়েছে’ উল্লেখ করে বিচার বিভাগের এক বিবৃতিতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা সম্পর্কে বলা হয়েছে, যিনি ২০১০ সালে হাজার হাজার গোপন মার্কিন নথি প্রকাশের পর কয়েক বছরব্যাপী আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন।

আরও পড়ুন
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
ক্যারিবীয় সাগরে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর