সিনহুয়া, গাজা :
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিরাপত্তা সূত্রগুলোর বরাতে সিনহুয়া জানায়, খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা শহরে শত শত বাস্তুচ্যুত মানুষের আবাসস্থল আল-আওদা স্কুলের গেট লক্ষ্য করে ইসরায়েলি বিমান মিসাইল হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফিলিস্তিনি অ্যাক্টিভিস্টদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অনেক লাশ মাটিতে পড়ে আছে।
এছাড়াও মেডিকেল সূত্রগুলো জানায়, ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন নিহত ও আহত হয়েছে অর্ধশত মানুষ।
সিনহুয়ার প্রতিবেদনে আরও জানা যায়, ওই এলাকায় বাস্তুচ্যুত মানুষের উপচে পড়া ভিড়ের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল