Tuesday, September 10th, 2024, 7:21 pm

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকালে দুপুর ১টার কিছু পরে ঘটনাটি ঘটে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

পাভেল নামে ঢাকা কলেজের এক ছাত্রকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে বলে অভিযোগ পাওয়া যায়। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে রাস্তায় নামলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইডিয়াল কলেজের ছাত্ররা পাভেলকে মারধর করে। এর প্রতিশোধ নিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে বের হয়ে তাদের ওপর হামলা চালায়।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সহিংসতা ঠেকাতে ওই এলাকায় পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

—–ইউএনবি