Sunday, September 22nd, 2024, 8:16 pm

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল আটক

জেলা প্রতিনিধি, সাভার:

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে (৩০) সাভার বাজার রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। পরে সাভার মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার সাইদুল ইসলাম সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরিখোলা এলাকার জজ মিয়ার ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাইদুলের নামে থানায় কয়েকটি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। মামলার অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় সাভার মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।