Saturday, March 29th, 2025, 1:29 pm

এনসিপির যুব উইং গঠন করতে প্রস্তুতিবিষয়ক উপ-কমিটি

নিজস্ব প্রতিবেদক

যুব সমাজকে রাজনৈতিকভাবে সংগঠিত করে রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে তাদের অংশীদারত্ব নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং গঠনের জন্য প্রস্তুতিবিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিতে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, ডা. জাহেদুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, রাদিথ বিন জামান এবং নাহিদা বুশরা।