Monday, May 5th, 2025, 7:35 pm

বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ শপিং সেন্টারে আগুন

বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ শপিং সেন্টারে আগুন। ছবি : 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ শপিং সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য জানান।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও পাঁচ ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে। কিন্তু যানজটের কারণে এখনো পৌঁছাতে পারেনি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চলছে।