জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র্যাবের পৃথক পৃথক অভিযানে অবৈধ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০৪ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন লীপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে মনজু হাসান, মৃত আব্দুর রশিদের ছেলে মাসুদ রানা, আত্রাই থানাধীন সাহেবগঞ্জ এলাকার মৃত রফিক প্রামাণিকের ছেলে সুরুজ প্রামাণিক এবং একই এলাকার জাহাঙ্গীর মন্ডলের ছেলে হিরু মন্ডল।
আজ দুপুরে র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানাধীন পশ্চিম রামচন্দ্রপুর এলাকা থেকে ৯০ পিস ০২ জন এবং আটাপাড়া এলাকা থেকে ২৮ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২জন মোট ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।
তারা আরো জানান, মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার