দুবাইতে ‘বিগ টিকিট’-এর ড্রতে ২ কোটি দিরহামের জ্যাকপট লটারি জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশি সবুজ মিয়া। তিনি পেশায় একজন দর্জি।
এটি ছিল তার প্রথমবারের মতো কেনা টিকিট। লটারি জয়ী ওই বাংলাদেশি সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান, প্রায় ১৮ বছর ধরে দুবাইয়ে বসবাস করেন। খবর খালেজ টাইমসের।
এই মাসে শুধু সবুজই ভাগ্যবান না, আরেক বাংলাদেশি লটারি জিতেছেন। তিনি ২০০৯ সাল থেকে শারজায় বসবাস করেন। তার চেষ্টাও সফল হয়েছে। পারভেজ আনোয়ার হোসেন নামের এই বাংলাদেশির বয়স ৪২ বছর। তিনি একজন ব্যবসায়ী। পারভেজ রেঞ্জ রোভার ব্র্যান্ডের ভেলার মডেলের একটি গাড়ি জিতেছেন।
নতুন কোটিপতি সবুজ মিয়া বলেন, আমি এবারই প্রথম লটারির টিকিট কিনি। তবে বন্ধু-বান্ধবের কাছে এমন লটারির কথা প্রায়ই শুনি। আবুধাবি থেকে টিকেট কিনি। লটারি জেতার খবরে হতবাক হয়েছি। একজন সাধারণ দর্জি আমি। বেতন কম। তাহলে চিন্তা করেন সেই সময় আমার অনুভূতি কেমন ছিল!
এনএনবাংলা/আরএম

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল