জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজার সদর উপজেলার শ্রীহট্ট ইকোনমিক জোন এলাকার পাশে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক ও জনপথ বিভাগের ৭ কোটি ৫০ লাখ টাকার ১২০ শতক জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পযর্ন্ত সওজ ও জেলা প্রশাসন মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে শেরপুর মোড় সংলগ্ন সড়ক বিভাগের ভূমিতে অবৈধভাবে স্থাপিত প্রায় ৮৫টি অবৈধ স্থাপনা পাকা ও আধা পাকা দোকানপাট, বাউন্ডারি ওয়াল ও গ্যারেজ উচ্ছেদ করা হয়। ফলে সরকারের প্রায় ১ একর ২০ শতাংশ জমি উদ্ধার হয়। এর আগে দখলদারদের নোটিশ ও পরবর্তীতে মাইকিং করে সরে যাবার কথা বলা হলেও কেউ সরে না যাওয়াতে মঙ্গলবার ২ ঘন্টাব্যাপী বুলডোজার দিয়ে ৮৫টি দোকানপাট গুড়িয়ে ফেলা হয়। এ সময় মৌলভীবাজার সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো: কায়সার হামিদ, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব উল্লাহসহ পুলিশ, সেনাবাহিনী, আনসার, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
গণভোট প্রচারণায় হালুয়াঘাটে ইমামদের নিয়ে সমাবেশ
কালকিনিতে সন্ত্রাসী বিরোধী মামলায় কৃষকলীগ নেতা গ্রেফতার!
মুরাদনগরে ১২ দিন পর নিখোঁজ অটোচালকের অর্ধগলিত লাশ খালের কচুরিপানা নীচ থেকে উদ্ধার