Friday, September 19th, 2025, 4:52 pm

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৭ হাজার টাকা অর্থদন্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পৌর আইন অমান্য করার অভিযোগে পৃথক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী কালীগঞ্জ বাজার ও পৌরসভার মুনসুরপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪টি মামলায় মোট ৭৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ‘কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার’ এর স্বত্বাধিকারী সঞ্জয় ঘোষকে ৫০ হাজার, জনউপদ্রব সৃষ্টির দায়ে স্থানীয় সরকার পৌর আইন ২০০৯ ধারায় বাবুল মিয়াকে এক হাজার টাকা এবং অপর দুটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকাসহ মোট ৭৭ টাকা জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন পুলিশ, আনসার সদস্যবৃন্দ এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও মোঃ আলামিন ভূইয়া।