চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৪ হাজার ৭৭৮ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
এর মধ্যে গতকাল রোববার এক হাজার ৫৬১ কোটি ৬০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ ২২ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
মুখপাত্র আরিফ হোসেন বলেন, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৯ কোটি ৭০ লাখ ডলার বা ২৪ দশমিক ৩০ শতাংশ।
অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৬৯৩ কোটি ডলার।
গত বছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৫৭৭ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১১৪ কোটি ৮০ লাখ ডলার।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল