রাজধানীর মহাখালীর একটি পেট্রোল পাম্পে আগুন লেগে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন। দগ্ধদেরকে জরুরি ভিত্তিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তবে দগ্ধদের পরিচয় এখনো জানা যায়নি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহাখালীর আমতলী এলাকার গুলশান পেট্রোল পাম্পে তেলের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণের কারণে আগুন লাগে। এই দুর্ঘটনায় তেলের ট্যাঙ্ক পরিষ্কারের সঙ্গে যুক্ত সাতজন দগ্ধ হন।幸 সুখের বিষয় হলো, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা