Wednesday, September 24th, 2025, 2:41 pm

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশান অন কমিউনিটি ক্লাব থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলার পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এনএনবাংলা/