Monday, October 20th, 2025, 7:39 pm

দেশের শিক্ষাব্যবস্থা নিম্নমানের জন্য রাজনীতিবিদরাই দায়ী: মির্জা ফখরুল

 

দেশের শিক্ষাব্যবস্থার মান নিম্নমুখী হওয়ার জন্য রাজনীতিবিদরাই দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ নামের শিক্ষাবিষয়ক ম্যাগাজিনের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিবিদরাই একটি দেশের ভাগ্য নির্ধারণ করেন। একজন নেতার জ্ঞান, সততা ও দৃষ্টিভঙ্গির ওপরই নির্ভর করে জাতি এগোবে না পেছাবে। কেউ রাজনীতিকে জাতির কল্যাণে ব্যবহার করেন, আবার কেউ ব্যক্তিস্বার্থে রাজনীতিকে নোংরা করে তোলেন।’

তিনি আরও বলেন, ‘দেশে গণ-অভ্যুত্থানের পর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার সুযোগ তৈরি হলেও রাজনীতিবিদদের বিভাজন ও সংকীর্ণ মনোভাবের কারণে সেটি নষ্ট হচ্ছে।’

রাজনীতির নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উদাহরণ টেনে বিএনপি মহাসচিব বলেন, “ওবামা একসময় রাজনীতিকে ‘নোংরা পেশা’ বলেছিলেন, কিন্তু সেই নোংরা জায়গা থেকেই তিনি ফুল ফোটাতে চেয়েছিলেন। রাজনীতিতে যদি সৌন্দর্য, সততা ও স্বপ্ন না থাকে, তাহলে সেটি কখনোই মহৎ হতে পারে না।”

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে ফখরুল বলেন, ‘শুধু অতি মেধাবীদের জন্য উচ্চশিক্ষা সীমাবদ্ধ না রেখে সাধারণ শিক্ষার্থীদের জন্য কারিগরি ও ভোকেশনাল ট্রেনিংয়ের সুযোগ বাড়াতে হবে। বিএ বা এমএ ডিগ্রি অনেক সময় চাকরি দেয় না, কিন্তু যদি কেউ বিএসসি বা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতেন, তাহলে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হতো। দেশে এখনো পর্যাপ্ত কারিগরি প্রতিষ্ঠান ও ভোকেশনাল সেন্টার নেই।’

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং ছাত্রজীবনে বড় মাপের রাজনীতিবিদদের সান্নিধ্যে আসার কারণেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আজকের তরুণদের সামনে এক বিশাল সম্ভাবনাময় পৃথিবী রয়েছে। তাদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। স্বপ্ন ছাড়া কেউ কখনো সফল হতে পারে না।’

এনএনবাংলা/