নাটোর প্রতিনিধি:
নাটোরে গাঁজাসহ শহিদুল ইসলাম (৩৬) এবং আনোয়ার হোসেন (৫০) নামের দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি শুকনা গাঁজা জব্দ করা হয়। শনিবার ( ২৫ অক্টোবর) সকাল ছয়টার দিকে শহরের পশ্চিম বাইপাস নারায়নপাড়া শান্তি ফিলিংস স্টেশনের সামনে থেকে তাদের ওই গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরের সিসাতলা এলাকার জনৈক মোঃ তৈয়ব আলীর ছেলে এবং আনোয়ার হোসেন একই জেলার নাচোল থানার মমিন পাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই আটক এবং গাজা উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,,শনিবার সকাল ৬ টার দিকে নাটোর শহরের পশ্চিম বাইপাস নারায়ণ পাড়া এলাকায় শান্তি ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ভাই ভাই পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে শহিদুল ইসলাম এবং আনোয়ার হোসেন নামের দুই যাত্রীর কাছ থেকে ২ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা জব্দ করে ওই দুই যাত্রীকে আটক করে ডিবি পুলিশ। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
নাটোর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এই ঘটনা সত্যতা স্বীকার করে বলেন গাঁজাসহ শহিদুল ইসলাম ও আনোয়ার হোসেন নামে দুইজনকে আটক করা হয়েছে । তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড