Tuesday, October 28th, 2025, 7:29 pm

বেরোবি ছাত্র সংসদের পদ সংখ্যা ১৩ যে যে পদে লড়বেন প্রার্থীরা

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অবশেষে অনুমোদন পেয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ । সংসদের মোট পদ সংখ্যা ১৩টি।

পদগুলো হলো— সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক, পরিবহণ সম্পাদক, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ৩ জন নির্বাহী সদস্য।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন সংসদের সভাপতি হিসেবে এবং কোষাধ্যক্ষ থাকবেন কোষাধ্যক্ষ পদে। বাকি ১৩টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা, ২০২৫’ সদয় অনুমোদিত হয়েছে।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর এই অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও বিশ্ববিদ্যালয়ের আইনে ছিল না ছাত্র সংসদ । এবার দীর্ঘ ১৭ বছর পর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে।