ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হওয়ার ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আইনজীবী এনামুল নবীন মঙ্গলবার (২৮ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নং ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এর মধ্যে একটি বিয়ারিং প্যাড আবুল কালামের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার, এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার স্ত্রী ও দুই শিশু সন্তান তার উপার্জনের ওপর নির্ভরশীল ছিলেন।
নোটিশে মেট্রোরেল কর্তৃপক্ষের গাফিলতি ও রক্ষণাবেক্ষণের অভাবই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, পাঁচ লাখ টাকা সরকারি সহায়তা এবং একজনকে চাকরি দেওয়ার ঘোষণা ‘অপ্রতুল ও অবমাননাকর’ হিসেবে দেখানো হয়েছে।
আইনজীবী দাবি করেছেন, নিহতের পরিবারের ক্ষতি পূরণের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিতে হবে। নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ নিন্দা জানাতে ইরানের রাস্তায় দাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল অস্ট্রেলিয়া
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ, অনড় ক্রীড়া উপদেষ্টা