Wednesday, October 29th, 2025, 5:55 pm

গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ শিশুসহ নিহত ১০০

 

গাজা উপত্যকাজুড়ে গত ১২ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৫ জন শিশু রয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির দাবির পাশাপাশি সিভিল ডিফেন্সের এক মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিরাপদ মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছেন। যাতে সংস্থাটি তাদের উদ্ধার তৎপরতা চালাতে প্রয়োজনীয় জ্বালানি, সরঞ্জাম ও মৌলিক সহায়তা সামগ্রী গাজায় প্রবেশ করাতে পারে।

লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের প্রভাষক রব গেইস্ট পিনফোল্ড বলেন, গাজায় যুদ্ধবিরতি শুরু থেকেই ছিল ভঙ্গুর। কারণ ইসরায়েল ও হামাস— উভয়পক্ষই যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মুখে চুক্তিতে সম্মত হয়েছিল। ফলে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করাটা ছিল প্রত্যাশিত।

তিনি আরও বলেন, “আমরা এখন যা দেখছি, তা এক ধরনের ‘চিকেন গেম’— যেখানে উভয়পক্ষ একে অপরের সীমা পরীক্ষা করছে। একই সঙ্গে তারা এমন একটি ঘটনার অপেক্ষায় আছে, যা যুদ্ধবিরতি ভঙ্গের অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে।

এনএনবাংলা/