Tuesday, November 4th, 2025, 7:17 pm

কুড়িগ্রামে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ওষুধ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

সোমবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুড়িগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকার ‘আল্লাহর দান ফার্মেসিকে স্যাম্পল ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ওষুধ জব্দ করা হয়।

এছাড়াও পপুলার ফার্মেসিকে স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মো ৮ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোট’।

এ সময় আসো  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক জানান,  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।