Tuesday, November 4th, 2025, 7:19 pm

রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজনকে মনোনীত করায় ঐক্যবদ্ধভাবে উৎফুল্ল বিএনপি নেতাকর্মী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩৭ জনের দলীয় মনোনীত প্রার্থীদের তালিকায় রংপুর-১ আসনে বিএনপির ত্যাগী নেতা হিসেবে সুপরিচিত জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন সুজনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। গত ৩ নভেম্বর সোমবার যখন বিএনপি মহাসচিব দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন ঠিক সে সময়ে গঙ্গাচড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খী জনতা টিভিসহ সোস্যাল মিডিয়ায় রংপুর-১ আসনে মনোনীত প্রার্থীর নাম শুনার জন্য ব্যস্ত ছিল। যখন মহাসচিব রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজনের নাম ঘোষণা করেন তখনই আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে নেতাকর্মী, সমর্থক, ভক্ত ও শুভাকাঙ্খীগণ। তারা রাস্তায় নেমে পড়ে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে। এমনকি দলীয় মনোনয়ন পেতে যেনারা নিজের সমর্থনে নেতাকর্মীদের নিয়ে মাঠে ঘাটে ৩১ দপা প্রচারণা চালিয়েছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতিসহ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে উঠান বৈঠক করেছেন তারাও দলীয় সিদ্ধান্ত তথা তারেক রহমানের নিদের্শনা মেনে নিয়ে আনন্দ অনুভূতি প্রকাশ করে সকল ভেদাভেদ ভূলে একসাথে কাজ করে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে। সোস্যাল মিডিয়ায় দলীয় সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শমুলক পোষ্ট দিয়েছে অনেকে। এদিকে দলীয় প্রার্থীর নাম ঘোষণার দিনে মোকাররম হোসেন সুজন ঢাকায় ছিলেন। তিনি ৪ নভেম্বর মঙ্গলবার বিকালে নিজ এলাকায় আসার সংবাদে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা কেউ কেউ সুজনকে বরণ করতে ছুটে যান সৈয়দপুর বিমানবন্দরে। আবার কেউ কেউ মাঝপথ হাজিরহাটে গিয়ে অপেক্ষা করেন প্রিয় নেতাকে বরণ করতে। নেতাকর্মী ও সমর্থকরা সুজনকে বরণ করে রংপুর-১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সংসদীয় এলাকায় গণসংযোগ করার সময় গণসংযোগ বহরে আরো যোগ দেয় কর্মী, সমর্থক ও ভক্তরা। ফলে গণসংযোগের গাড়ী বহর বিশাল আকার ধারণ করে। এ সময় মোকাররম হোসেন সুজন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া গণমানুষের দল বিএনপি। দলে ত্যাগী ও যোগ্য নেতা অনেক। তাই মনোনয়ন অনেকে চাইতে পারে এটা গণতান্ত্রিক অধিকার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এঁর নির্দেশনা মোতাবেক দলের নীতিনির্ধারকেরা মনোনীতদের নামের তালিকা তৈরি করেন। এখানে ভেদাভেদের কিছু নেই সবাই বিএনপি, সবাই ঐক্যবদ্ধ আছে এবং আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। গঙ্গাচড়া উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম সোনা বলেন, আমরা যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী তারা দলীয় সিদ্ধান্ত মেনে তারেক রহমানকে এ আসনটি উপহার দেওয়ার জন্য কাজ করব। গঙ্গাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নওশা মিয়া বলেন, ব্যাক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়, শহীদ জিয়াউর রহমানের এ বাণীটি আমরা বিএনপির পরিবারের সবাই গুরুত্ব দিয়ে মানি। তাই দেশের সার্থে দল যাকে মনোনীত করেছে অবশ্যই তার জন্য কাজ করব। উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দপা বাস্তবায়নের লক্ষে দলীয় মনোনীত ব্যাক্তির বিজয় নিশ্চিতে সবাই আগে থেকে কাজ করছি। দলীয় সবাই ঐক্যবদ্ধ আছি এবং দলীয় প্রার্থীর জয়ের জন্য ঐক্যবদ্ধভাবে  মানুষের কাছে পৌঁছেতেছি।