Saturday, November 15th, 2025, 7:26 pm

সারিয়াকান্দিতে ৭নং ওয়ার্ডে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে পৌর বিএনপির লিফলেট বিতরণ

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বিএনপির উদ্যােগে পৌর ৭নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ। এরই অংশ হিসেবে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পৌর ৭নং ওয়ার্ডে বসবাসরত মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’র বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ লিফলেট বিতরণ করেন পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি ও সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা। বাড়ি বাড়ি যেয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলে ৩১ দফার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তারা।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ লাল,যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক,২নং ওয়ার্ড সভাপতি তারাজুল ইসলাম,৬নং ওয়ার্ড সভাপতি সামছুল ইসলাম প্রামানিক,৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আলম,পৌর মৎস্যজীবি দলের সভাপতি কাঞ্চন,সাধারণ সম্পাদক ঘেরু,পৌর শ্রমিকদলের সহ সাংগঠনিক শ্রী সাগর,সেচ্ছাবিষয়ক সম্পাদক রানা মিয়া,পৌর মহিলাদলের সভাপতি মৌসুমি আক্তার, আকলিমা আক্তার বেবীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে আসর নামাজের পর অসুস্থ পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নানকে দেখতে বাড়িতে যান। এসময় আব্দুল মান্নানের অসুস্থতা ও চিকিৎসার খোঁজখবর নেন তারা।