জেলা প্রতিনিধি, শেরপুর :
শেরপুরে নিখোঁজের ২৯ দিন পর ধানক্ষেত থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হালিম (৪২) পাকুড়িয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।
জানা যায়, ১৫ অক্টোবর আব্দুল হালিম নিখোঁজ হয় । অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন আব্দুল হালিমের ছোট ভাই শামীম মিয়া শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন । ঘটনার ২৯ দিন পর ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন ধানক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পুলিশ এসে লাশ সনাক্ত করে এবং উদ্ধার করে থানায় নিয়ে যায়। ১৫ নভেম্বর শনিবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার