Tuesday, November 18th, 2025, 7:11 pm

ফুলবাড়ীতে মাদক এবং মাদক পরিবহণ একটি মোটরসাইকেল সহ দুই ব্যক্তি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সারে চার কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইকাজী চেকপোস্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার চর ঝাউকুটি গ্রামের আবুল কালামের ছেলে খলিল মিয়া এবং পূর্ব ফুলমতি গ্রামের আবু তালেবের ছেলে মোঃ আজিজুল হক।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ  শওকত আলী সরকার জানান, আটককৃতদের পরিচয় যাচাইসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে বিকেলে প্রেরণ করা হয় ।