বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি দেশজুড়ে দলমত নির্বিশেষে মানুষের দোয়া ও ভালোবাসাকে “পরম সৌভাগ্য” হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন এবং খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন।
পোস্টে তিনি লিখেছেন, নানা বিভাজন ও মতভেদের এই দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু দেশপ্রেম, ত্যাগ ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে বেগম খালেদা জিয়া বেশিরভাগ মানুষের কাছে বিশেষ সম্মান ও মর্যাদার স্থান দখল করে আছেন।
আজহারী আরও বলেন, বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই কঠিন সময়ে গোটা দেশ তার সুস্থতার জন্য আন্তরিক দোয়া করছে। দলমত নির্বিশেষে অসংখ্য মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া নিঃসন্দেহে বিরল সৌভাগ্য।
পোস্টের শেষ অংশে তিনি দেশ ও জাতির জন্য ত্যাগ স্বীকার করা এই ধর্মীয় মূল্যবোধে দৃঢ় মহীয়সী নারীর দ্রুত আরোগ্য কামনা করে বলেন আল্লাহ তায়ালা তাকে সম্পূর্ণ সুস্থতা ও দ্রুত আরোগ্য দান করুন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল