Sunday, November 30th, 2025, 4:27 pm

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি: রিজভী

 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চিকিৎসকদের বরাত দিয়ে যতটুকু জানতে পেরেছেন— নতুন করে অবনতি হয়নি; তবে উল্লেখযোগ্য উন্নতিও নেই।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের সুপারিশ ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, “তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং বিদেশ যাওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি।”

এ সময় তিনি জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ স্থগিতের মধ্যে আছে ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচিও।

নেতাকর্মী ও দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়া শনাক্ত হওয়ায় গত সপ্তাহ থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে রিজভী বলেন, “তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন— এটাই আমাদের প্রত্যাশা।”

এনএনবাংলা/