বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান এবার নতুন একটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অংশ নিচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে মোস্তাফিজ দুবাই ক্যাপিটালস দলের হয়ে খেলবেন।
গতকাল রাতে তিনি আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছেন এবং বিমানে ওঠার পর একটি সেলফি পোস্ট করেছেন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে, লিখেছেন, ২০২৫ আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে তর সইছে না।
মোস্তাফিজের স্লোয়ার-কাটার ব্যাটারদের বিভ্রান্ত করার দক্ষতা বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে পরিচিত। বিপিএল, আইপিএল, পিএসএল-এ তার পারফরম্যান্সে তিনি ভক্তদের মন জয় করেছেন।
উল্লেখ্য, দুবাই ক্যাপিটালসের হয়ে এ বছরের জুলাইয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) খেলেছিলেন সাকিব আল হাসান, যিনি ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। এবারের আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজকে নিয়েছে এমআই এমিরেটস, যদিও গত ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে একাদশে সুযোগ পাননি।
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে অবস্থান করছে গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স ও ডেজার্ট ভাইপার্স। এবারের আইএল টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসকে ডেজার্ট ভাইপার্স ৪ উইকেটে পরাজিত করেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ