ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই উদ্দেশ্যে আগামী ১০ ডিসেম্বর তার ভাষণটি রেকর্ড করা হবে।
সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, সিইসির ভাষণ ধারণের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। ১০ ডিসেম্বর রেকর্ডিংয়ের সময়সূচি ঠিক করা হয়েছে বলেও জানান তিনি। তবে নির্দিষ্ট কোন সময় ভাষণটি রেকর্ড হবে, সে তথ্য পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইসির এই কর্মকর্তা।
এনএনবাংলা/

আরও পড়ুন
দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বে ৭ম দুর্বল বাংলাদেশের পাসপোর্ট
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির