শাহরাস্তি প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন। এ সভায় শিক্ষা, সমাজ উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মাওঃ আবুল হোসাইন বলেন, “শিক্ষকদের মর্যাদা রাষ্ট্র এবং সমাজে সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে চাই। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবো। শিক্ষকদের সমস্যাগুলো সমাধানে সংসদে জোরালো ভূমিকা পালন করাই আমার অঙ্গীকার।”
শাহরাস্তিকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও শান্তির মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য শিক্ষকদের পরামর্শ সবচেয়ে বেশি প্রয়োজন।
এছাড়াও তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী সরকারে গেলে চাকরির স্থায়িত্ব ও গ্রেড উন্নয়ন, অবকাঠামো ঘাটতি দূরীকরণ, দারিদ্র্যপীড়িত শিক্ষার্থীদের জন্য সহায়তা বৃদ্ধি, কারিগরি ও ডিজিটাল শিক্ষার সম্প্রসারণসহ শিক্ষা ক্ষেত্রে সার্বিক উন্নয়ন হবে, ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় শিক্ষকদের মধ্যে উপস্হিত ছিলেন মেহের ডিগ্রী কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান, উপাধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরী, করফুলেন্নেছা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হুমায়ন কবির, সূচীপাড়া ডিগ্রী কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, খিলাবাজার স্কুল এন্ড কলেজের সিনিয়ন প্রভাষক মোশাররফ হোসেন মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল, সেক্রেটারি প্রভাষক মাওঃ মাঈন উদ্দিনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন