Wednesday, December 10th, 2025, 7:24 pm

“নীলফামারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছেন পুলিশ সুপার”

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা, ডোমার ও পঞ্চগড়গামী সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র বাদিয়ার মোড় দীর্ঘদিন ধরে অবৈধ দোকান, হকার, ফুটপাত দখল, ময়লা–আবর্জনা এবং বিশৃঙ্খল রিকশা স্ট্যান্ডের কারণে চরম ভোগান্তির স্থান হিসেবে পরিচিত ছিল। এর ফলে এলাকায় সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী যানজট ও অস্বাস্থ্যকর পরিবেশ।

এই পরিস্থিতি কাটাতে নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম–এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফারুক আহমেদ পিপিএম-সেবা–এর উদ্যোগে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্রাফিক বিভাগ এবং বাজার কমিটির সমন্বয়ে বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, হকার স্টল এবং এলোমেলো রিকশা স্ট্যান্ড অপসারণ করা হয়। এতে গুরুত্বপূর্ণ এই মোড়ে চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট কমানো, পথচারীর নিরাপদ চলাচল নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নগর ব্যবস্থাপনা উন্নয়নই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। নগর ও সড়ক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এমন কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে বলে জানানো হয়।