গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ খাতে যত টাকা প্রয়োজন হবে, অর্থ মন্ত্রণালয় তা বরাদ্দ দেবে।
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং সামনে আরও স্থিতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওসমান হাদির চিকিৎসা ব্যয় নিয়ে কোনো ধরনের জটিলতা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সব আর্থিক বরাদ্দ প্রদান করা হবে।
এর আগে রোববার উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুপুরের মধ্যেই তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখা হয়েছে।
প্রেস উইং আরও জানায়, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় সরকার বহন করবে। পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এদিকে প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। গত দুদিন ধরে তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ড. ইউনূসকে জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বড় কোনো পরিবর্তন হয়নি।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল