Monday, December 15th, 2025, 7:17 pm

জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলাম    পরিবারে শোকের মাত

কুড়িগ্রাম প্রতিনিধি :

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবহিনীর সদস্য শান্ত মন্ডল ও

মমিনুল ইসলাম নিহতের ঘটনা ঘটেছে। খবর শোনার পর কুড়িগ্রামে তাদের গ্রামের বাড়িতে পরিবারে শোকের মাতম দেখা যায়।   নিহতের সংবাদ পেয়ে তাদের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েছে  পরিবারের সদস্যরা।

জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ার সৈনিক পরিবারে বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নুর ইসলাম মন্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মন্ডল।  এছাড়াও তার বড় ভাই সোহাগ মন্ডল তিনিও সেনাবাহিনীর একজন সদস্য।

শান্ত ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন।  এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রান হারান তিনি।

দেশের গর্বিত সেনা সদস্য ও তার পরিবারের ছোট ছেলের মরদেহ একনজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা।

অপরদিকে অপর বীর শহিদ সেনাসদস্য  মমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের উত্তর পান্ডুল  গ্রামে । সেখানেও  তাকে ঘিরে তার স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। এ ব্যাপারে উলিপুর থানার ওসি জানান নিহত রহিমের নাম রদেহ চলে আসলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সাদিক জানান, যে জন্য তাকে তার বাড়ি পর্যন্ত ঢাকা থেকে একটি তালিকা পেয়েছি মরদেহ এসে পৌঁছালে তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।