বাংলাদেশের বিজয়ের ৫৪ বছর উপলক্ষে আজ মঙ্গলবার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এয়ার শো। দুপুর ১২টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠানে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা নিয়ে ১২ হাজার ফুট উচ্চতা থেকে ফ্রি ফল জাম্প করেন।
সশস্ত্র বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপারের এই পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শনীকে বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাট্রুপিং প্রদর্শনী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
এই ৫৪ জন ফ্রি ফল জাম্পারের মধ্যে রয়েছেন—বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমানবাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আশিক চৌধুরী গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরেন।

এ ছাড়া ৪৯ থেকে ৫৪ নম্বর বক্ষ নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত ৬ জন শান্তিরক্ষীর নাম বুকে ধারণ করেন। এই ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধায়ক এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান।
বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এয়ার শোতে অংশ নেওয়া উড়োজাহাজগুলো আকাশে ছড়িয়ে দেয় নানা রঙের ধোঁয়া। জাতীয় পতাকার লাল-সবুজের পাশাপাশি দেখা যায় বিভিন্ন রঙের নান্দনিক প্রদর্শনী। হেলিকপ্টারগুলো বহন করে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা।

এয়ার শো দেখতে সকাল থেকেই তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে দর্শনার্থীদের ঢল নামে। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, কারও কপালে বাঁধা ছিল বিজয় দিবস লেখা লাল-সবুজ ফিতা। জাতীয় রঙের পোশাকেও হাজির হন অসংখ্য দর্শক। দর্শনার্থীদের চাপ বাড়ায় সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুরোনো বিমানবন্দরের প্রবেশ ফটক বন্ধ করে দেওয়া হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল