Saturday, December 20th, 2025, 5:41 pm

হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় ছাত্র-জনতা ও শহর ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শুক্রবার জুমার নামাজের পর শহরের বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান, জেলা নাগরিক পার্টির (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবিরসহ ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে নিহত হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান।